২০ এপ্রিল, ২০২৪

CJI: বাবার পথেই ছেলে? দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন ডিওয়াই চন্দ্রচূড়
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-11 17:30:19   Share:   

সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী  প্রধান বিচারপতি হিসেবে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি (CJI Lalit) উদয় ইউ ললিত। আগামী নভেম্বরেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন চিফ জাস্টিস ললিত। এই মুহূর্তে দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন তিনি। প্রথামাফিক তাঁর উত্তরসূরি হিসেবে আইন মন্ত্রকের কাছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করলেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ অগাস্ট দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন ললিত। আর তারপরেই একের পর এক রেকর্ডও গড়েছেন তিনি, যার মধ্যে অন্যতম একদিনে সবথেকে বেশি সংখ্যক মামলার নিস্পত্তি করা। তবে আগামী ৮ নভেম্বর ৬৫ বছর বয়স হচ্ছে তাঁর। আর তাই সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সের সময়সীমা শেষ হচ্ছে চিফ জাস্টিস ললিতের। সেই মত নিয়ম মেনেই অবসর গ্রহণ করতে হবে তাঁকে।

মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অনুযায়ী, দেশের বর্তমান প্রধান বিচারপতি নিজের উত্তরসূরির মনোনয়ন পাঠান আইন মন্ত্রকের কাছে। আইনমন্ত্রী সেই নাম সরাসরি পাঠিয়ে দেন প্রধানমন্ত্রীর কাছে। এরপর প্রধানমন্ত্রী সেই পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন, সবশেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমেই নিয়োগ হন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি।

চিফ জাস্টিস পদের জন্য এখন সুপ্রিম কোর্টের সবথেকে প্রবীণ বিচারপতি হলেন জাস্টিস  চন্দ্রচূড়। তাই নিয়ম মোতাবেক তাঁর নাম প্রস্তাব করেছেন বিদায়ী চিফ জাস্টিস। সব ঠিক থাকলে নভেম্বর থেকে আগামী ২৪ মাস দেশের শীর্ষ আদালতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে আসন সামলাবেন ডি ওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি তাঁর নিয়োগ চূড়ান্ত হলে একটি রেকর্ড গড়বেন তিনি। বাবা যশবন্ত বিষ্ণু (ওয়াই ভি) চন্দ্রচূড়ের মতো ছেলেও হবেন দেশের প্রধান বিচারপতি।


Follow us on :