২৬ এপ্রিল, ২০২৪

Jitendra: দু সপ্তাহ জিতেন্দ্রকে গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে রাজ্য পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-20 13:45:08   Share:   

জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari) গ্রেফতারিতে ধাক্কা রাজ্য পুলিসের (Police)। সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারিকে এখনই গ্রেফতার করা যাবে না। কম্বল-কাণ্ডে শনিবার দিল্লির নয়ডা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিস। এ ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সেই মামলার শুনানির আগেই গ্রেফতার হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

সোমবার মামলার শুনানির পর শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, আগামী ১৪ দিন জিতেন্দ্রকে গ্রেফতার করা যাবে না। শীর্ষ আদালতের এই রায়ের পর জিতেন্দ্র জামিনে মুক্তি পাবেন।

রাজনৈতিক সূত্রে খবর, আগামী ২ সপ্তাহের জন্য জিতেন্দ্রর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন মামলার সবপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।


Follow us on :