ব্রেকিং নিউজ
Indian-foreign-minister-S-Jayshankar-attacks-Pakistan-without-naming-neighbour-name
India: 'গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসবাদে মদত দেয়', পরোক্ষে পড়শিকে আক্রমণ জয়শঙ্করের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-12-17 10:30:23


গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসবাদে মদত দেয়। রাষ্ট্রপুঞ্জে (United Nation) নাম না করে এভাবেই পাকিস্তানকে (Pakistan) বিঁধলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক আলোচনাসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশের বিদেশমন্ত্রী। চলতি সপ্তাহে সেখানেই তিনি সন্ত্রাসবাদে (Terrorism) মদত প্রসঙ্গে পরোক্ষে পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন।

দিন কয়েক আগে পড়শি দেশের বিদেশ রাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন। তাঁর অভিযোগ, 'সন্ত্রাসবাদকে ভারতের মতো কেউই ব্যবহার করতে পারেনি।' হিনা রব্বানিকে জবাব দিতেই গর্জে ওঠেন জয়শঙ্কর। তিনি বলেন, 'আমি জানি যে গত আড়াই বছর অতিমারি চলার কারণে অনেকে অনেক কিছু ভুলেছে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে চাই, গোটা বিশ্ব ভোলেনি কোন দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়ায় অন্য কারও দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকানো উচিত।'

সাংবাদিক বৈঠকে এক পাক সাংবাদিক জয়শঙ্করের উদ্দেশে প্রশ্ন করেন, 'কাবুল, নয়াদিল্লি এবং পাকিস্তান থেকে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়ানোর ঘটনা কত দিন চলবে?' জবাবে ভারতের বিদেশমন্ত্রী জানান, 'আপনি ভুল মন্ত্রীকে প্রশ্নটা করেছেন। বরং আপনার দেশের সংশ্লিষ্ট মন্ত্রীকে এই প্রশ্নটা করুন। তিনিই ভালো বলতে পারবেন, পাকিস্তান আর কত দিন ধরে সন্ত্রাসবাদের অনুশীলন চালাবে।' 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন