২০ এপ্রিল, ২০২৪

Army: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভাঙল বায়ুসেনার ভিন্টেজ চিতা কপ্টার, মৃত এক
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-05 18:26:54   Share:   

ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ভেঙে মৃত পাইলট। মর্মান্তিক এই দুর্ঘটনা অরুণা চলের তাওয়াং জেলার। হেলিকপ্টারে থাকা অন্য এক আরোহী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। সেনা সূত্রে খবর, সীমান্তে রুটিন উড়ানের সময় ঘটেছে এই দুর্ঘটনা। এই খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে কী কারণে কপ্টার ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, এমারজেন্সি, বিপর্যয় মোকাবিলা বা যুদ্ধ পরিস্থিতি, যেকোনও অবস্থার সঙ্গে লড়তে বহু বছর ধরে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে রয়েছে চেতক এবং চিতা হেলিকপ্টার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি-প্রযুক্তিও বদলেছে। কিন্তু এই দুই পুরাতন কপ্টারকে সেভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করা হয়নি। বায়ুসেনার কাছে মোট ১২০টি চেতক ও চিতা রয়েছে।


Follow us on :