কোয়েম্বাতুর বিমানবন্দরে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত (National Anthem) গাইতে না পেরে অভিবাসন দফতরের (Immigration Department) হাতে গ্রেফতার এক অভিযুক্ত। তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে ভুয়ো পাসপোর্ট (Fake Passport) বানিয়ে পরিচয় গোপন করে ভারতে থাকছিল সে। কিন্তু জাতীয়তাবোধের পরীক্ষায় উতরোতে না পেরে ফেঁসে গেলেন এক বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, শারজা থেকে এক বিমানে কোয়েম্বাত্তূরে নামে ওই বাংলাদেশি। তখনও নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করে সে। তার পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র দেখতে চাওয়ায় সেই নথিও পেশ করে অভিযুক্ত। ভারত সরকারের নামাঙ্কিত পরিচয়পত্রে কোনও গোলমাল ধরতে পারেননি অভিবাসন দফতরের দুঁদে কর্তারা। কিন্তু তারপরও সন্দেহ না যাওয়ায় তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলেন তাঁরা।
বাংলাদেশের নাগরিকের ভারতেরর জাতীয় সঙ্গীত জানার কথা নয়। এই ফাঁদে পা দিয়েই ফেঁসে যান ওই বাংলাদেশি। পড়শি দেশের ওই নাগরিক গানটি গাইতে না পারায় তাঁর বিরুদ্ধে জাল পাসপোর্ট সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়।