২৪ এপ্রিল, ২০২৪

India: জাতীয় নিরাপত্তার স্বার্থে যা করার ভারত সব করবে, কাকে বার্তা জয়শঙ্করের
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-15 18:43:51   Share:   

চেন্নাইয়ের (Chennai) এক অনুষ্ঠানে চিনকে (China) কড়া বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (Subrahmanyam Jaishankar)। গত দু'বছর নানাভাবে নিয়ন্ত্রণরেখা বা এলওসি বরাবর স্থিতাবস্থা নষ্ট করছে বেজিং। এই দাবি নানাভাবে দিল্লি করেছে আন্তর্জাতিক মহলে। এবার চেন্নাইয়ে তুঘলকের ৫৩তম বাৎসরিক অনুষ্ঠানে চিনকে কড়া জবাব এস জয়শঙ্করের। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে সবই করবে ভারত।

শনিবার বিদেশমন্ত্রী চেন্নাইয়ের অনুষ্ঠানে বলেন, ‘‘উত্তর সীমান্তে বিশাল বাহিনী এনে, আমাদের চুক্তি ভঙ্গ করে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে চিন। মনে করুন, কোভিড অতিমারির সময় ২০২০ সালের মে মাসেও এ রকমই হয়েছে। আমরাও যোগ্য এবং কঠিন জবাব দিয়েছিলাম।’’ 

সম্প্রতি চিনকে কাঠগড়ায় তুলে বিঁধেছে দেশের সেনাপ্রধান। যোগ্য জবাবের ইঙ্গিত তিনিও দিয়েছেন। এই মুহূর্তে বেজিংয়ের রক্তচক্ষুর সঙ্গে পাঙ্গা নিতে প্রস্তুত দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই দাবি করছে মোদী সরকারের একটি সূত্র।


Follow us on :