২৫ এপ্রিল, ২০২৪

Corona: কালীপুজোর সপ্তাহখানেক আগে সামান্য কমেছে করোনার দৈনিক গ্রাফ, চিন্তায় সক্রিয় সংক্রমণ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-14 13:44:00   Share:   

সামনেই বাঙালির আরেক প্রিয় উৎসব কালীপুজো। গোটা দেশ মেতে উঠতে চলেছে আলোর উৎসবে, দীপাবলির আনন্দে। তার আগে বাধ সাধছে দেশের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। পরপর তিনদিন দেশে দৈনিক করোনা (Covid-19) সংক্রমণ আড়াই হাজারের বেশি। পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন। যা বৃহস্পতিবার ছিল ২ হাজার ৭৮৬ জন। সংক্রমণ  কিছুটা নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৮৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৫৫৭ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।  অ্যাকটিভ কেস (Active cases) ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তর মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ২১ লক্ষের বেশি। ০৪ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৯৪ হাজার ডোজ টিকাকরণ হয়েছে।


Follow us on :