২০ এপ্রিল, ২০২৪

Tawang: অরুণাচল- কাণ্ডের পর কমান্ডার স্তরের বৈঠক ভারত-চিনের, কী সিদ্ধান্ত
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-23 09:55:44   Share:   

সম্প্রতি অরুণাচলের তাওয়াংয়ে (Arunachal Pradesh) সংঘর্ষে জড়িয়েছে ভারত- চিন সেনাবাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) পেরিয়ে ভারতীয় ভুখন্ডে অনুপ্রবেশে বাধা দেওয়াতেই দু দেশের সেনাবাহিনীর (Indo-China) এই সংঘর্ষ। এবার তাই পড়শি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কমান্ডার স্তরের বৈঠক করল ভারতীয়-চিনা সেনা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা, ‘বকেয়া সমস্যাগুলির সমাধানে পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই বৈঠকের কথা জানিয়ে বলেন, ‘‘জমে থাকা সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) কোর কমান্ডার স্তরের ১৭তম বৈঠকে অকপটে এবং গভীর ভাবে আলোচনা হয়েছে।’’

এ প্রসঙ্গে উল্লেখ্য, দুই বছর আগে গালোয়ানে একই কারণে সংঘর্ষে জড়িয়েছিল ইন্দো-চিনা সেনাবাহিনী। সেই ঘটনার প্রেক্ষিতে দেশব্যাপী একাধিক চিনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। তাওয়াং ঘটনার পর উত্তপ্ত হয়েছে সংসদ। এখন দেখার  প্রকৃত কী পদক্ষেপ নেয় কেন্দ্র।


Follow us on :