গত সপ্তাহ থেকে সোনা ও রুপোর দাম অনেকবার ওঠানামা করেছে। সেই সঙ্গে বিয়ের মরসুম থাকায় সোনা-রুপোর বেচা-কেনা চলছে। কিন্তু এবার দেশীয় বাজারে আরও দামি হতে চলেছে হলুদ ধাতু। ১লা জুলাই থেকে সোনায় আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণা মোদী সরকারের। সোনার উপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ বাড়িয়ে ১২.৫ করল কেন্দ্র সরকার। সব মিলিয়ে সোনার গয়না এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এই অবস্থায় ব্যবসায় আরও ক্ষতির আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
শুক্রবার ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম প্রকাশ করা হয়েছে। আজ সোনার দামে রেকর্ড বৃদ্ধি হয়েছে। তবে কমেছে রুপোর দর। শুক্রবার ভারতীয় বাজারে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৩১০ টাকা। বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬.৬৫০ টাকা ছিল।
সোনার দাম বাড়লেও, নিম্নমুখী রুপোর দাম। এক বেসরকারি ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, গতদিনের তুলনায় ৪১১ টাকা কমেছে প্রতি কেজি রুপোর দাম। ৫৮,৫৭০ টাকা থেকে কমে তা দাঁড়িয়েছে ৫৮,১৫৯ টাকা।