২০ এপ্রিল, ২০২৪

IED: ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহিদ সশস্ত্র বাহিনীর এক জওয়ান, নেপথ্যে কি মাও নাশকতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-27 17:35:18   Share:   

আইইডি বিস্ফোরণে (IED Blast) নিহত সশস্ত্র বহিনীর এক সহকারী প্ল্যাটুন কমান্ডার। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের(Chhattisgarh) মিরতুর এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম বিজয় যাদব। তিনি উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সিএএফ-এর (CAF) ১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি।

সোমাবার সকাল থেকেই এতেপাল এবং টিমেনার গ্রামে চলছিল সশস্ত্র বাহিনীর টহলদারি। পুলিস সূত্রে খবর, ওই এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। ফলে নিরাপত্তার জন্য ওই বাহিনী মোতায়েন ছিল। সেই এলাকায় সকাল ৭টা ৪০ নাগাদ হঠাত্ একটি আইইডি বিস্ফোরণ ঘটে। যার ফলে মৃত্যু হয় সশস্ত্র বাহিনীর এক জওয়ানের। এই এলাকায় মাওবাদীদের প্রভাব থাকায়, পুলিসের অনুমান এই ঘটনার সঙ্গে জড়িত মাওবাদীরাই। পুলিস সূত্রে খবর, অভিযানের সময় অসাবধানে আইইডি-র উপর পা পড়ে যায় বিজয়ের। যার জেরে ঘটে বিস্ফোরণ।


Follow us on :