ব্রেকিং নিউজ
Horrible-accident-in-the-collision-of-two-buses-watch-that-viral-video-of-CCTV
Accident: দুটি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, দেখুন সিসিটিভি-র সেই ভাইরাল ভিডিও

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-18 19:46:40


বাসের (Bus) মধ্যে রেষারেষি, মুখোমুখি সংঘর্ষ (conflict) হামেশাই ঘটে চলেছে। এর জেরে যাত্রীদের মৃত্যু (Death) যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার এরকমই এক ঘটনা সামনে এসেছে তামিলনাড়ুর (Tamil Nadu) সালেমে। বাসে বসানো সিসিটিভি ক্যামেরাতে (CCTV Camera) ধরা পড়েছে সেই ভয়াবহ দুর্ঘটনার (Accident) ভিডিও। সেই ভিডিও এখন ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা।

ভিডিওতে শোনা যাচ্ছে, সজোরে গান চলছে বাসে। বাসটিও বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছিল। হঠাৎ সামনের দিক থেকে একটা বাস এসে ধাক্কা মারে। আর তাতে স্টিয়ারিং থেকে ছিটকে পড়েন চালক। মাথা ফেটে যায় তাঁর। আর শোনা যায় যাত্রীদের হাহাকার, কান্নাকাটির শব্দ।

পুলিস (Police) সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। ওই বেসরকারি বাসে ৩০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন। সকলকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিক থেকে আসা একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায় বলে জানায় পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন