ওড়িশায় হোমগার্ডদের কম বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এবং রাজ্য সরকারকে প্রতি মাসে হোমগার্ডদের ৯ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও নির্দেশ দিযেছে দেশের শীর্ষ আদালত।
বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চ উল্লেখ করেছে যে ওড়িশার হোমগার্ডদের প্রতি মাসে মাত্র ৯,০০০ অর্থাৎ প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে, হোমগার্ডদের মধ্যে অনেকেই ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। অথচ রাজ্যের পুলিস কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘভাতা সহ প্রতি মাসে প্রায় ২১,৭০০ টাকা (তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগের ছয় বছর পরে) পাচ্ছেন।
প্রতি মাসে ৯ হাজার টাকা দেওয়াকে একপ্রকার 'শোষণ' বলেই উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। একজন হোমগার্ড ওই টাকায় কীভাবে বেঁচে থাকতে পারে এবং পরিবারের সদস্যদেরও ভালো রাখতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যেখানে অন্যান্য পুলিস কর্মীদের মতো প্রায় একই দায়িত্ব পালন করছে তারা।
সেকারণে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, তারা যেন শুধুমাত্র হোমগার্ডদের প্রতি মাসে ৯,০০০ টাকা দেওয়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।