২৫ এপ্রিল, ২০২৪

Uttar Pradesh: স্ত্রীকে হেনস্থা! প্রতিবাদ করায় স্বামীকে মার, চলে গুলিও, গ্রেফতার অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-02 11:54:23   Share:   

দেশের কোনও প্রান্তেই সুরক্ষিত নন মেয়েরা, মহিলারা। বিভিন্ন সময় লোভ-লালসার শিকার হতে হয় তাঁদের। সম্প্রতি স্বামীর সামনেই স্ত্রীকে হেনস্থা (Harassment) করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্বামীকে হেনস্থাকারীর হাতে নিগ্রহের শিকার হতে হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করেছে পুলিস।

অভিযোগ করা হয় কালিন্দী বিহারের বাসিন্দা পাপ্পু চৌহানের বিরুদ্ধে। ওই মহিলাকে দেখে তিনি দীর্ঘদিন ধরেই নানারকম অশ্লীল অঙ্গভঙ্গিও করতেন। একপ্রকার হেন্সথার শিকার হতেন ওই গৃহবধূ।  এরপর ওই মহিলা এই ঘটনার কথা তাঁর স্বামীকে জানান। স্বামী সব শুনে অভিযুক্ত পাপ্পুর সঙ্গে কথা বলতে যান। তখনই উল্টে পাপ্পু তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। আর তা সিসিটিভিতে ধরা পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মহিলা থানার দারস্থ হন। এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার পাপ্পুকে গ্রেফতার করে পুলিস।


Follow us on :