উদয়পুর কাণ্ডে রাজস্থান মন্ত্রিসভা কানহাইয়া লালের ছেলেদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মমতা ভূপেশ জানিয়েছেন, কানহাইয়ালাল তেলির ছেলে যশ তেলি ও তরুণ তেলিকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, নিয়োগের নিয়মে শিথিলতা আনা হয়েছে। রাজস্থান অধস্তন অফিস ক্লার্ক সার্ভিস (সংশোধন) বিধি, ২০০৮ এবং ২০০৯ এর নিয়ম 6C এর অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজস্থান মন্ত্রিসভায়। তার প্রথম ধাপ হিসেবে রাজ্য মন্ত্রিসভা রাজ্য কর্মচারীদের বেতনের অসঙ্গতিগুলি দূর করেছে। সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নতুন নীতি অনুমোদন করেছে। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় রাষ্ট্রীয় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজ ওয়েবসাইটগুলি সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয়, তাই সময়ের প্রয়োজন অনুসারে জনকল্যাণের জন্য রাজ্য সরকার নীতি নির্দেশিকা দিয়েছে।
এছাড়া রাজ্যের কলেজগুলির আরও ভাল পরিচালনার জন্য রাজস্থান কলেজ শিক্ষা সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজস্থান মন্ত্রিসভায়।