অবৈধ মাংসের কারখানা চালানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী হাজি ইয়াকুব কুরেশির বিরুদ্ধে। পুলিস বুধবার তাঁর ১০০ কোটিরও বেশি মূল্যের সম্পত্তির যাবতীয় নথি খতিয়ে দেখেছে। এমনকি তাঁর বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে জানায় পুলিস।
অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) কেশব কুমার বলেছেন, কুরেশির বাসভবনে এই বিষয়ে একটি নোটিm দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও পুলিসের সামনে উপস্থিত না হওয়ায় সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ৩১শে মার্চ, কুরেশি, তাঁর স্ত্রী সানজিদা বেগম এবং ছেলে ইমরান এবং ফিরোজ সহ ১৭ জনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। সেসময় তাঁর কারখানা থেকে ৫ কোটিরও বেশি মূল্যের অবৈধ মাংস উদ্ধার করা হয়েছিল।
প্রসঙ্গত, কুরেশি ও তাঁর দুই ছেলে বর্তমানে পলাতক। তবে তাঁর স্ত্রী জামিনে রয়েছেন।