২৫ এপ্রিল, ২০২৪

Hit: কুকুরকে খাওয়াতে গিয়ে হিট অ্যান্ড রান, ধৃত ঘাতক গাড়ির চালক! অভিযুক্ত প্রাক্তন সেনাকর্তা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-17 17:48:18   Share:   

পথকুকুরকে খাওয়াতে গিয়ে গুরুতর জখম (Injured) হয়েছেন বছর ২৫-এর তেজস্বিতা। রবিবার রাতের অন্ধকারে দ্রুতগতিতে আসা একটি গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। গুরুতর জখম হন ওই তরুণী। চণ্ডীগড়ের (Chandigarh) সেই ঘটনার তদন্তে নেমে দোষীকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস। জানা গিয়েছে, ঘাতক গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর। ধৃতের নাম সন্দীপ সাহি।

পুলিস সূত্রে খবর, তেজস্বিতা রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ পথকুকুরদের খাওয়াতে বেরোন। রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিচু হয়ে খাবার দিচ্ছিলেন তিনি। সে সময় দ্রুতগতিতে ছুটে আসে প্রাক্তন সেনাকর্তার গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই তেজস্বিতাকে ধাক্কা মেরে বেরিয়ে যান সন্দীপ। ভারতীয় দণ্ডবিধির ২৭৯ এবং ৩৩৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে মোহালি থেকে সোমবার গ্রেফতার করা হয়েছে।

তেজস্বিতাকে আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন এক পথচারী। তিনি সঙ্গে সঙ্গে তিনি পুলিসে খবর দেন। পুলিসের টহলদারি ভ্যান এসে তেজস্বিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। খবর দেওয়া হয় তাঁর পরিবারকেও।


Follow us on :