২০ এপ্রিল, ২০২৪

Rajan: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রঘুরাম! 'হাত' ধরলেন কি, খোঁচা বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-15 10:13:37   Share:   

বিনোদন জগতের এবার পর এবার অর্থনীতিবিদ, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডাকে সাড়া দিয়ে হাঁটলেন ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra)। কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। বুধবার রাজস্থানে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। যদিও এই ঘটনায় সরব বিজেপি। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য টুইটে  রাজনকে আক্রমণ করেছেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন প্রধান ভবিষ্যতের মনমোহন সিং হতে চাইছেন, দাবি অমিতের।

দেশের শীর্ষ ব্যাঙ্কের ২৩তম গভর্নর হিসাবে রাজনের কার্যকাল ছিল ২০১৩-২০১৬ সাল পর্যন্ত। তারপর তিনি আমেরিকায় চলে যান অধ্যাপনা করতে। কিন্তু নোটবন্দি-সহ মোদী সরকারের একাধিক আর্থিক সিদ্ধান্তের সমালোচনা ছিল রাজনের মুখে।

যদিও বিজেপির দাবি, বিশ্বের কাছে ভারতের অর্থনীতিকে নেতিবাচক ভাবে উপস্থাপিত করেছেন রাজন। তিনি কি সরাসরি কংগ্রেসে যোগ দিলেন? এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবির থেকে। ইতিমধ্যে বিনোদন জগত থেকে রিয়া সেন, পূজা ভাট এবং ক্রীড়া জগত থেকে অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিংকে দেখা গিয়েছে এই কর্মসূচিতে। 


Follow us on :