ব্রেকিং নিউজ
Haryana: ৮৭ বছর বয়সে দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী
HomenationalHaryana: ৮৭ বছর বয়সে দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 08:55:36
কথায় বলে, শেখার কোনও বয়েস নেই। এই কথাটিকেই ধ্রুব সত্যি প্রমাণ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister of Haryana ) ওম প্রকাশ চৌটালা (Om Prakash Chautala)। বয়স ৮৭। সোমবার হরিয়ানা এডুকেশন বোর্ড (Haryana Education Board) তাঁর হাতে দুটি মার্কশিট তুলে দিল। একটি, মাধ্যমিকের (Secondary) এবং অন্যটি উচ্চমাধ্যমিকের (High Secondary)। এই বয়সে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে।
বয়স যে কেবল সংখ্যামাত্র তা ফের প্রমাণিত। ইচ্ছে থাকলে কোনও বাধাই বাধা নয়। এদিন মহারানা প্রতাপের ৪২৮তম জন্মবার্ষিকী (Birth Anniversary of Maharana Pratap) উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ। আর ওই মঞ্চেই তাঁর সাফল্যের কথা ঘোষণা করে মার্কশিট দুটি তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, ওমপ্রকাশ দশম শ্রেণির ইংরেজি (English) পরীক্ষায় ১০০ নম্বরে ৮৮ পেয়েছেন। ২০২১ সালে হরিয়ানা ওপেন বোর্ডে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ওম প্রকাশ চৌটালা। কিন্তু তাঁর পরীক্ষার ফল আটকে যায়। কারণ তিনি মাধ্যমিক পরীক্ষার পাশ ইংরেজি বিষয়ে পাশ না করায়, তাঁর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। এরপর তিনি দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা দেন। । এখন দুটি পরীক্ষার সার্টিফিকেট তাঁর হাতে।