২৫ এপ্রিল, ২০২৪

Tiger: পান্না টাইগার রিজার্ভে উদ্ধার বাঘের ঝুলন্ত দেহ! গাফিলতির অভিযোগে সাসপেন্ড দুই
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-10 12:16:16   Share:   

মধ্যপ্রদেশের পান্না টাইগার (Madhya Pradesh Tiger reserve) রিজার্ভে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের একটি গাছ থেকে গলায় তার পেঁচানো অবস্থায় দেহ (Tiger Body Found) উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পর গাফিলতির অভিযোগে ডেপুটি ফরেস্ট রেঞ্জার এবং এক জন বিট গার্ডকে সাসপেন্ড করেছে বন দফতর। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত দুই মূল অভিযুক্তকে। বন দফতর সূত্রে খবর, দুই অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে গিয়েছে। চলতি সপ্তাহের গোড়ায় তিলুগা বিটের কাছে একটি গাছ থেকে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় শোরগোল পড়ে।

সূত্রের খবর,অন্য প্রাণীর জন্য পাতা ফাঁদে থাকা তারে জড়িয়ে যায় বাঘটি। সেই অবস্থায় গাছে ওঠার চেষ্টা করে সে। কিন্তু পিছলে গিয়েই এই দুর্ঘটনা। মৃত বাঘের ওজন ২০০ কেজি বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, মধ্যপ্রদেশে ছ’টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের অন্যতম কানহা, বান্ধবগড়, পান্না। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ তথ্য মোতাবেক, মধ্যপ্রদেশে গত ১০ বছরে ২৭০টি বাঘের মৃত্যু হয়েছে। শুধু মাত্র ২০২১ সালেই ৪২টি বাঘের মৃত্যু হয়েছে।


Follow us on :