ভয়াবহ বন্যায় আরও বিধ্বস্ত অসম (Assam)। দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলা বন্যার (Flood) কবলে। বিপদসীমার উপরে বইছে ব্রক্ষ্মপুত্র নদের (Brahmaputra River) জল। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে পুরোদমে চলছে উদ্ধারকাজ। হাত লাগিয়েছে সেনাবাহিনী (Indian Army), এনডিআরএফও (NDRF)। অসমের ২৯টি জেলা বন্যা কবলিত বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে ৮ লক্ষের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর।
প্রাক বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত অসমের যমুনামুখ জেলার দু’টি গ্রামের ৫০০ টিরও বেশি পরিবার। তাঁদের এখন আশ্রয়স্থল রেললাইনের (Railline) ধারের এলাকা। কারণ ওই এলাকা বাদে বাকি সবটাই জলের তলায়। বন্যার জেরে লামডিং ডিভিশনের লামডিং-বদরপর পাহাড়ি সেকশনের জাটিঙ্গ লামপুর-নিউ হারাঙ্গাজাও ও বান্দরকাল-ডিটকছড়ার মধ্যে একাধিক স্থানে ভূমিধস (Landslide) নেমেছে। ধস ও বন্যার কারণে ১১ জোড়া ট্রেনের যাত্রাপথ বাতিল (Train Cancel) করা হয়েছে। ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে ভারতীয় রেল।
জানা গিয়েছে, অসমের নাগাঁও জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন সকলে। এরপরই রয়েছে কাছাড়, সেখানে প্রায় ১.৬ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন।