১৯ এপ্রিল, ২০২৪

Police: হোলিতে মত্ত অবস্থায় থানাতেই নাচ, ঝাড়খণ্ডে সাসপেন্ড দুই এএসআই-সহ ৫
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-11 12:07:11   Share:   

হোলির দিন (Holi Utsav) মদ্যপান করে থানার ভিতরে গান চালিয়ে নাচতে আরম্ভ করে দেন পাঁচজন পুলিসকর্মী। সেই নাচের ভিডিও (Viral Video) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে বড়সড় শাস্তির মুখে ওই পাঁচ পুলিসকর্মী। বুধবার ঝাড়খণ্ডের মহাগামা থানার এই ঘটনায় ব্যাপক শোরগোল। তাঁদের এই ফুর্তির কথা কেউ হয়তো জানতো না, যদি না নাচের ভিডিও ভাইরাল হতো। জানা গিয়েছে, ওই পাঁচ জন পুলিসকে সাসপেন্ড করেছে প্রশাসন (Jharkhand Government)। পাঁচজনের মধ্যে ৩ জন কনস্টেবল, ২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর ছিলেন।

ন্যক্কারজনক কাজের জন্য ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তিনি সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল করেছেন বলে সূত্রের খবর। তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ঝাড়খণ্ড সরকার। 


Follow us on :