২৮ মার্চ, ২০২৪

Fees: বকেয়া স্কুল ফিজ, দাদরে পরীক্ষা দিতে দেওয়া হল না দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-15 12:10:56   Share:   

বেতন বকেয়া (Fees Unpaid)। এর ফলে পরীক্ষায় বসতে দিল না দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (Class 2 Student)। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিচ্ছে, তখন ৮ বছরের ওই শিশুকে বসিয়ে রাখা হল আলাদা। এমনকি ওই শিশুকেও শোনানো হয়েছে নানা কথা। এই ঘটনার কথা জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং শ্রেণিশিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন শিশুর অভিভাবক।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদর এলাকায়। জানা গিয়েছে, গত বুধবার ইউনিট টেস্ট ছিল ছাত্রীর। কিন্তু কিছু বেতন বাকি থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে ক্লাসের বাকিদের সঙ্গেও বসতে দেয়নি। আলাদা করে বসিয়ে রাখা হয়েছিল শাস্তিস্বরূপ। এতে তাঁর মেয়ের মনে প্রভাব পড়েছে। এরপরই তিনি পুলিসের দারস্থ হন।

অভিযুক্ত স্কুলপ্রধান এবং শ্রেণিশিক্ষিকার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৭৫ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারায় কোনও ব্যক্তিকে তখনই দোষী সাব্যস্ত করা হয়, যখন তিনি কোনও শিশুর দায়িত্বে থাকেন এবং তাকে আঘাত, পরিত্যাগ বা ইচ্ছাকৃত ভাবে অবহেলা করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।  তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।


Follow us on :