২৪ এপ্রিল, ২০২৪

Google: গুগলের অফিসে বোমা রাখা! ফোন পেয়েই তৎপর পুনে পুলিস, বম্ব স্কোয়াড, তারপর
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-14 11:41:10   Share:   

পুণে গুগলের (Google Pune) এক অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি কলের অভিযোগে হায়দরাবাদ থেকে গ্রেফতার এক। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সন্ধ্যার দিকে মুম্বইয়ের বিকেসি-তে গুগলের একটি শাখায় হুমকি দিয়ে ফোন করা হয়। ফোনে এক ব্যক্তি দাবি করেন, পুণেতে এই বহুজাতিক সংস্থার আর একটি অফিস চত্বরে বোমা রাখা। এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে বিকেসি থানায় খবর জানানো হয়।

খবর যায় পুনে পুলিসে। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজ়াল স্কোয়াড নিয়ে পুলিস পৌঁছয় গুগল পুনের অফিসে। পুন পুলিসে এক কর্তা বলেন, 'রবিবার গভীর রাতে গুগ্‌লের পুণে অফিসে পৌঁছে তন্নতন্ন করে খুঁজেও বোমা পাওয়া যায়নি। তদন্তে নেমে ওই ফোন কলের সূত্রে হায়দরাবাদ থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।'

পুলিসের দাবি, 'ধৃত স্বীকার করেছেন যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ওই ফোন করেছেন।' এদিকে ধৃতের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি পুনে পুলিস।


Follow us on :