অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। অসম প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় ২৫ জন মৃতের মধ্যে চার জন শিশুও রয়েছে। বসতভিটে থেকে চাষের জমি সব জলের তলায়। ডুবছে গ্রামের পর গ্রাম। এ পর্যন্ত বন্যার জলে তলিয়ে গিয়ে আট জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। নিখোঁজরা হলেন হোজাই জেলার ৪ জন এবং বাকি ৪ জন বালাজি, কার্বি আংলং পশ্চিম, কোকরাঝাড় এবং তামুলপুরের বাসিন্দা। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লক্ষ মানুষ।
বক্সা,বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, শিবসাগরের বিপুল ক্ষতি হয়েছে।ব্রহ্মপুত্র নদের জলস্ফীতির ফলে ৪,২৯১টি গ্রাম ভেসে গিয়েছে। বিপুল ক্ষতির মুখে কৃষি। প্রায় ৬৬,৪৫৫ হেক্টর চাষের জমি জলমগ্ন।
বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। একাধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। উদ্ধারকাজে সেনাবাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে। ৫১৪টি ত্রাণ শিবিরে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। ত্রাণবিলি করা হচ্ছে দুর্গতদের।
অসমের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।