২০ এপ্রিল, ২০২৪

Abortion: গর্ভপাতে বিবাহিত-অবিবাহিত পার্থক্য অসাংবিধানিক, নারীর নিরাপদ গর্ভপাতের অধিকার আছে: সুপ্রিম কোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 12:40:03   Share:   

গর্ভপাতের (Abortion) ক্ষেত্রে মহিলার বিবাহিত ও অবিবাহিত ফারাক অসাংবিধানিক। দেশের সব নারীর নিরাপদে গর্ভপাতের অধিকার আছে। বৃহস্পতিবার এমন ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আইনি ভাবেই গর্ভাবস্থার (Pregnancy) ২০-২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারা গর্ভপাত করাতে পারবেন। এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট জানান, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইনের সংশোধন প্রসঙ্গ উত্থাপন করেছে সুপ্রিম কোর্ট।

অবিবাহিত মহিলারা সন্তান সম্ভবা হলে গর্ভপাত করাতে পারবেন কিনা? এ বিষয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাব দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বৈবাহিক ধর্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গর্ভপাতে বৈবাহিক ধর্ষণ-ও ধর্ষণ। এমন মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'বিবাহিত মহিলারও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে পারেন। সম্মতি ছাড়া স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে এক জন মহিলা সন্তান সম্ভবা হয়ে পড়তে পারেন।

যদিও এদেশে বৈবাহিক ধর্ষণকে আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় না। সেই নিরিখে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ উল্লেখযোগ্য। এমনটাই মত আইনজ্ঞদের।


Follow us on :