২৮ মার্চ, ২০২৪

Gujarat: ঘোষিত নির্ঘণ্ট! দু'দফায় গুজরাতে বিধানসভা ভোট, ফল ঘোষণা ৮ ডিসেম্বর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-03 14:23:05   Share:   

অবশেষে ঘোষিত বহু প্রতীক্ষিত গুজরাতে বিধানসভা (Gujarat Assembly Poll) ভোটের দিনক্ষণ। নির্বাচন কমিশন (ECI) বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছে, আগামী ১ এবং ৫ ডিসেম্বর দু’দফায় গুজরাতে ভোটগ্রহণ, গণনা হবে ৮ ডিসেম্বর। এ প্রসঙ্গে উল্লেখ্য, ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশেও (Himachal Pradesh) ভোট গ্রহণ। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮২ আসনবিশিষ্ট গুজরাতে প্রথম দফায় ভোট গ্রহণ ১ ডিসেম্বর, এই দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। বাকি ৯৩ আসনে ৫ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। কমিশন জানিয়েছে, ৯-১৪ নভেম্বর প্রথম দফার জন্য এবং ১০-১৭ নভেম্বর দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশের কাজ চলবে।

এদিকে, হিমাচল প্রদেশে ১২ নভেম্বর ভোট গ্রহণ। কিন্তু ফল ঘোষণা ৮ ডিসেম্বর। ২০১৭-র বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসন জিতে টানা পঞ্চম বারের ক্ষমতায় এসেছিল বিজেপি। সেবার ৭৭টি আসনে জিতে পদ্ম শিবিরকে বেশ বেগ দিয়েছিল কংগ্রেস। এবার ত্রিমুখী লড়াই, বিজেপি-কংগ্রেস ছাড়াও ময়দানে আপ বা আম আদমি পার্টি।


Follow us on :