LATEST NEWS
29 May, 2023

Maharastra: বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আজই শপথগ্রহণ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-৩০ ১৭:০৫:০৮   Share:   

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার বিকেলে রাজভবন থেকে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানান, শিবসেনা নেতা শিন্ডের সঙ্গে বিজেপির সমর্থন রয়েছে। রাজভবন সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টায় শপথ নেবেন একনাথ শিন্ডে। তবে এদিন শুধু মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে শপথ নেবেন বলে জানা গিয়েছে। শিন্ডের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় যোগ দেবেন না দেবেন্দ্র ফড়নবিশ।

সাংবাদিকদের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ আরও বলেন, 'শিবসেনা বিজেপির সঙ্গে জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চায় শিবসেনা-বিজেপির সরকার। কারণ এমভিএ সরকার রাজ্যের উন্নয়ন করেনি। বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে বিচ্যুত উদ্ধব ঠাকরেজির আদর্শ। শুধুমাত্র হিন্দুত্বের জন্য একনাথজি-কে সমর্থন করবে বিজেপি।'

Ad code goes here

তিনি জানান, এদিনের শপথ গ্রহণের পর আমরা বসে সিদ্ধান্ত নেব, কারা কারা মন্ত্রিসভার সদস্য হবে।  কীভাবে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হবে? এসব নিয়ে আলোচনা হবে। বিজেপির ১০৬টি বিধায়কের সমর্থন সঙ্গে নির্দল এবং শিন্ডেজির সঙ্গে থাকা বিধায়কদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংখ্যা আছে।  তাই সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছেন একনাথ শিন্ডে। এদিন এমনটাই জানান ফড়নবিশ।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :