২৯ মার্চ, ২০২৪

Jammu-Kashmir: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ, একই দিনে মহারাষ্ট্রেও আঘাত হানে
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 08:42:50   Share:   

জোড়া ভূমিকম্পে (earthquake) বৃহস্পতিবার কেঁপে উঠেছিল ভূস্বর্গ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শুক্রবার সকাল সাড়ে ৩টের দিকে জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও অবধি কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির (no damage) খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির রিপোর্ট অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু কাটরা এলাকার ৬২ কিলোমিটার পূর্ব- উত্তর পূর্বে। ভূপৃষ্ট থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল।

অন্যদিকে, একই দিনে মহারাষ্ট্রের কোলহাপুরের কাছে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই খবর জানায়।  মহারাষ্ট্রেও ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


Follow us on :