রবিবার সকালেই উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা (Shiv Sena MP) সঞ্জয় রাউতের (Sanjay Raut) মুম্বইয়ের (Mumbai) বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দীর্ঘক্ষণ জেরার পর শেষ পর্যন্ত তাঁকে হেফাজতে (Custody) নিল ইডি।
জানা গিয়েছে, এর আগে দু'বার তিনি অর্থ-পাচার মামলায় জিজ্ঞাসাবাদের সমন এড়িয়ে যান। তদন্তকারীদের দাবি তদন্তে সহযোগিতা করছেন না শিবসেনা সাংসদ। তাই রবিবার সাতসকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডির একটি দল। এরপর কয়েক ঘণ্টা ধরেই চলছিল জেরা। অবশেষে বিকেল গড়াতে না গড়াতেই তাঁকে ইডি হেফাজতে নেওয়া হল।
এর আগে গত ১ জুলাই ইডি দফতরে গিয়েছিলেন শিবসেনা নেতা। গত ২০ জুলাই আবারও সঞ্জয়কে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। দিল্লিতে চলা সংসদ অধিবেশনের উদ্ধৃতি দিয়ে শিবসেনা নেতাকে ফের ২৭ জুলাই তলব করা হয়েছিল। সেদিনও তিনি ইডি দফতরে হাজির হননি। যদিও আগামী ৭ অগস্টের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে ইডিকে জানিয়েছিলেন রাউত।
উল্লেখ্য, পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরেই ইডির নজরে ছিলেন সঞ্জয়। রাউতের বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। গত এপ্রিল মাসে রাউত-পত্নী বর্ষা ও তাঁর দুই সহযোগীর সাড়ে ১১ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সে সময় দাদর এলাকায় বর্ষার ফ্ল্যাট, আলিবাগে রাউতের সহযোগী সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না ও বর্ষার যৌথ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।