ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের তলব সোনিয়া গান্ধিকে। দ্বিতীয়বারের জন্য সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আজ, মঙ্গলবার, ২৬ শে জুলাই কংগ্রেসের সভানেত্রীকে হাজিরা দিতে হবে ইডি দফতরে।
জানা গিয়েছে, সোনিয়া গান্ধিকে সেদিন আড়াই ঘণ্টা ধরে জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি ২ জন চিকিৎসককে দফতরে রেখেছিল। এছাড়াও অসুস্থ সোনিয়ার সঙ্গে থাকা প্রিয়াঙ্কা গান্ধিকেও ইডি দফতরে ঢোকার অনুমতি দিয়েছিল। সোনিয়ার জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদে দিল্লিতে ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি। অসম-গুয়াহাটির পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ক্রমশ৷ উত্তপ্ত হয়েছে দিল্লির রাজপথ৷।
উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধি এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। যদিও রাহুলকে একাধিকবার হাজিরা দিতে হয়েছিল। পাঁচদিনে মোট ৫০ ঘণ্টারও বেশি সময় জেরার মুখোমুখি হতে হয়েছিল। সেই সময়ও প্রতিবাদে পথে নেমেছিলেন কংগ্রেস নেতারা।