২৪ এপ্রিল, ২০২৪

Asset:'মেয়ের নামে ৫৭ কোটির সম্পত্তি কীভাবে?' অনুব্রতকে ইডির প্রশ্নবাণ, আর কী
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-09 17:34:03   Share:   

গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কোথায় এবং কীভাবে গরু পাচারের টাকা পৌঁছেছিল, তার বিস্তারিত রিপোর্ট তৈরি করছেন ইডি গোয়েন্দারা।

গরু পাচারের মূল পাণ্ডা এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং অনুব্রতের ঘনিষ্ঠ চাল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। গোয়েন্দাদের হাতে পাওয়া সমস্ত নথির ভিত্তিতে অনুব্রতকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, অনুব্রত গরু পাচারকারীদের রক্ষার বিনিময়ে টাকা (প্রোটেকশন মানি) নিতেন, তদন্তে এমন তথ্য উঠে এসেছে। তবে সেই টাকা কোথায় পৌঁছে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি বীরভূম তৃণমূলের সভাপতি।

এদিকে, অনুব্রত মণ্ডলকে জেরার সময় যে যে প্রশ্ন করছে ইডি, তার একটা সম্ভাব্য তালিকা তুলে দেওয়া হল:

১) মেয়ের নামে থাকা দুটো কোম্পানির কাজ কী ছিল? 

২) দুটো কোম্পানিতে এত টাকা বিনিয়োগ করা হয়েছে কোথা থেকে? 

৩) মেয়ের নামে থাকা দুটো সংস্থায় গরু পাচারের টাকা ঢুকেছে। আপনি ছাড়া কীভাবে সেটা সম্ভব?

৪) মেয়ে একজন প্রাথমিকের শিক্ষিকা, তাহলে তাঁর নামে ৫৭ কোটি টাকার ২৬টি সম্পত্তি হলো কি করে? আপনার মেয়ে বলেছে এই বিষয়ে আপনি জানেন।

৫) শুধু প্রোটেকশন মানি নয়, পাচারের জন্য আপনি কমিশন নিতেন পাচারকারীদের থেকে। সেই টাকা কোথায় গেলো?

৬) যে পরিমাণ সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত টাকার হদিশ পাওয়া গিয়েছে, তার থেকে অনেক বেশি আপনি পাচারকারীদের থেকে প্রোটেকশন মানি ও কমিশন নিয়েছেন। তাহলে বাকি টাকা কোথায়?

৭) কোন কোন প্রভাবশালীর কাছে সেই টাকা যেত? প্রভাবশালীদের ইন্ধন ছাড়া কি আপনি এই কাজ করতে পারতেন?

৮) একজন প্রাক্তন ব্যাংক কর্মীকে ৬ কোটি টাকা কেন দিয়েছিলেন?

৯) মলয় পিটের এনজিওতে আপনি কেন বিনিয়োগ করেছেন?


Follow us on :