২০ এপ্রিল, ২০২৪

Anubrata: ইংরাজি-হিন্দি এমনকি বাংলাতেও লিখতে পারেন না অনুব্রত! জেরায় কী দাবি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-09 15:07:49   Share:   

দিল্লিতে ইডি হেফাজতের দ্বিতীয় দিনে সাড়ে ১২টা থেকে জেরা শুরু অনুব্রত মণ্ডলের (Anubrata at Delhi)। সূত্রের খবর, যেকোনও জিজ্ঞাসাবাদ বা জেরায় বয়ান লিখিতভাবে নথিবদ্ধ করতে হয়। সেক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর ইডির তরফে গরু পাচার-কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে লিখতে দেওয়া হয়েছিল। উত্তর খাতায় লিখতে বলা হলে নাকি অনুব্রত ইডি (ED) কর্তাদের বলেন, 'আমি লিখতে পারি না। ইংরেজি, হিন্দি তো পারি না। বাঙলাতেও ঠিকমতো লিখতে পারবেন না।' এরপরেই কেন্দ্রীয় সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বয়ানের অডিও রেকর্ড করার। সেইমতো বক্তব্যর অডিও রেকর্ড করছে ইডি। এদিকে, গরু পাচার-কাণ্ডের (Cow Smuggling case) তদন্তে এযাবৎকাল অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।

জানা গিয়েছে, মোট ১২১টি সম্পত্তির হদিশ নথিবদ্ধ করেছে ইডি। তৃণমূল নেতার প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে সম্পত্তি। বোন শিবানী ঘোষ ও জামাই কমলকান্তি ঘোষের নামে সম্পত্তি। ভাগ্নে রাজা ঘোষ ও ভাগ্নে বৌ প্রতিমা ঘোষের নামেও সম্পত্তি রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। এমনকি সম্পত্তি রয়েছে বিদ্যুত বরণ গায়েন ও তাঁর স্ত্রীর নামেও। এছাড়া বিদ্যুত বরণের মেয়ে অনুশ্রী গায়েনের নামেও সম্পত্তির হদিশ মিলেছে। 

সূত্রের দাবি, শুধু বীরভূমে নয়, অনুব্রতর জমি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। গোসাবার বিজয়নগর মৌজায় ১৫ ডেসিমেল জমি অনুব্রতর নামে। তৃণমূল কংগ্রেসে পার্টি অফিসের জমিও অনুব্রতর নামে। নানুরের চণ্ডীদাস মৌজায় তৃণমূলের জমি অনুব্রতর নামে বলে দাবি ইডি কর্তাদের। 

এদিকে, অনুব্রতর নামে কোটি টাকার সম্পত্তির মধ্যে শতাধিক জমি, ধানক্ষেত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ২৬টি সম্পত্তি কন্যা সুকন্যা মণ্ডলের। যার পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা! ব্যাংকে সুকন্যার ফিক্সড ডিপোজিট ৬ কোটি টাকা, সাত বছরে ১২ কোটি টাকার জমি কেনার তথ্য পেয়েছে তদন্তকারীরা।

ইতিমধ্যে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকা হয়েছিল। ইডি সূত্রের দাবি, কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। বাবা জানতেন বলে সব প্রশ্ন এড়িয়ে গিয়েছে মেয়ে। এবার মেয়েকে করা সেই প্রশ্নের উত্তর বাবা অনুব্রত মণ্ডলের থেকে চাইছে ইডি।


Follow us on :