২৯ মার্চ, ২০২৪

ED: অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি আনতে পারবে ইডি, ছাড়পত্র রাউস অ্যাভিনিউ কোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-18 09:35:09   Share:   

সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে আসার অনুমতি পেল ইডি (ED)। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। এই আদালতে গরু পাচার (Cow Smuggling)-কাণ্ডের মূল মামলা রয়েছে ইডির। অর্ডার কপি হাতে পাওয়ার পরেই দিল্লি থেকে ইডি বিশেষ টিম আসবে কলকাতায়। আসানসোল গিয়ে সায়গল হোসেনকে আসানসোল কোর্টে পেশ করবে। সেখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে সালগালকে দিল্লি নিয়ে যাবে ইডি। সায়গলকে দিল্লি নিয়ে আসার এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে চায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

এদিকে,সোমবারও সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না মানিক ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় এদিনও কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। আজ, মঙ্গলবার ফের মামলার শুনানি। আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। 


Follow us on :