২৬ এপ্রিল, ২০২৪

Voter: এবার বছরে ৪ বার ভোটার তালিকায় নাম তোলা-সংশোধন, জানুন কমিশনের নতুন নিয়ম
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-03 09:54:04   Share:   

ভোটার তালিকায় (Voter List) নাম তোলা এবং সংশোধনে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)। এবার দেশজুড়ে বছরে ৪ বার নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। আগে বছরে এক বার প্রকাশ করা হত। কমিশন জানিয়েছে, ২০২৩ থেকে ভোটার তালিকা প্রকাশে নতুন নিয়ম কার্যকর হবে। ভোটার তালিকা প্রকাশ করা হবে তিন মাস অন্তর। এই সময়ের মধ্যে এপিকের তথ্যও পরিবর্তন করা যাবে।

এযাবৎকাল পয়লা জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। ২০২৩-এ একইদিনে ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে শুধু ১ জানুয়ারি নয়, বছরে আরও তিন দিন এই কাজ করবে কমিশন। তারা জানিয়েছে, ২০২৩ থেকে দেশব্যাপী ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটারদের সচেতনতার ফলে এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছে কমিশন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমীক্ষা এবং ভাবনাচিন্তার পর ৯০ দিন পর পর ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় তারা।


Follow us on :