সকাল থেকে নানারকম জল্পনা চলছিল। অনেকে ভেবেছিলেন, রাষ্ট্রপতি পদে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু দিনের শেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষণা করলেন, তাঁদের প্রার্থী দ্রৌপদী মুর্মু। তফসিলি জনজাতি সম্প্রদায়ের এই নেত্রীই এবার আগামী ১৮ জুলাই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মুখ। মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হয় এই নাম। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্যরা।
ওড়িশার প্রাক্তন এই মন্ত্রী দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও কাজ করেছেন।