২৫ এপ্রিল, ২০২৪

Maharashtra: সুগার মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-26 14:21:54   Share:   

মহারাষ্ট্রের (Maharashtra) একটি সুগার মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আহমেদনগরের শিবগাঁও এলাকার একটি সুগার মিলে (Sugar Mill) বিধ্বংসী এই আগুনের (Fire) ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মিলের মধ্যে অন্তত ৭০ থেকে ৮০ লোক আটকা পড়েছে। পুলিস সূত্রে খবর, ফায়ার ব্রিগেড ও পুলিস কর্মীরা কারখানা থেকে ৩২ জনকে উদ্ধার করেছে।

যদিও ইতিমধ্যে জখম অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ঃ৩০ টায় গঙ্গামাই সুগার মিলের ডিস্টিলারি ইউনিটে বিস্ফোরণের পরে এই বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে আগুন নেভানোর কাজে অন্তত দমকলের ১৫ টি ইঞ্জিন কাজ করছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টিম। তৈরি রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেস।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। গোটা এলাকা ঘিরে রয়েছে স্থানীয় পুলিস প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিস জানিয়েছে, ঘটনার সময় ওই সুগার মিলে একাধিক শ্রমিক কাজ করছিল। ফলে বড়সড় দুর্ঘটনার একটা আশঙ্কা করা হচ্ছে। কালো ধোঁয়াতে চারপাশ ঢেকে গিয়েছে।


Follow us on :