২৬ এপ্রিল, ২০২৪

Covid: জ্বর-সহ করোনা উপসর্গ থাকলেই মাস্ক পরুন, দিল্লি সরকারের কেন এই নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-30 17:55:02   Share:   

করোনা (Covid) সংক্রমণ বাড়ছে দিল্লিতে। দিল্লি (Delhi) সহ গোটা দেশে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৬ জন। এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাই সংক্রমণ রুখতে মাস্ক পরার পরামর্শ দিল দিল্লির আপ সরকার। বৃহস্পতিবারই জারি হয় এই নির্দেশিকা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠক শেষে তিনি জানান, 'আমরা একটা নির্দেশিকা জারি করেছি। যাঁদের জ্বর-সহ করোনার অন্যান্য উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক পরতে হবে।' 

সূত্রের খবর, যে হারে আবার করোনার সংক্রমণ বাড়ছে, তাতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরিসংখ্যান অনুযায়ী বুধবার দিল্লিতে সংক্রমণের সংখ্যা ৩০০ জন। দিল্লিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৩৬১। তাঁর মধ্যে মৃত্যু হয় ২৬ হাজার ৫২৬ জনের। এই পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।


Follow us on :