ব্রেকিং নিউজ
দিল্লিতে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ২৭
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-14 00:38:08
শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুনে অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। কারণ রাত পর্যন্ত তিনতলা বাড়িটির মধ্যে কেউ কেউ আটকে থাকতে পারেন।
এমন মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে ওই বহুতলটি মূলত অফিসের কাজে ভাড়া দেওয়া হতো। বাড়িটির একতলায় সিসিটিভি এবং রাউটার তৈরি অফিস ছিল। প্রাথমিকভাবে অনুমান ওইখান থেকে আগুন লাগে।
খবর পেয়ে প্রথম দফায় দমকলের ২৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বুঝে আর ইঞ্জিন পাঠানো হয়।