Share this link via
Or copy link
১৮ দিনে ৮টি যান্ত্রিক গোলযোগের ঘটনা। স্পাইসজেট বিমানের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ, এয়ারলাইনটিকে এই ত্রুটির কারণ দর্শানোর নোটিস দিয়েছে। তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে বেসরকারি এই বিমান সংস্থাকে।
উল্লেখ্য, চিন থেকে উড়ে আসা একটি স্পাইসজেট কার্গো বিমান কলকাতায় ফিরে আসার সময় রেডার কাজ করা বন্ধ করে দেয়। গত ১৮ দিনের মধ্যে এটি স্পাইসজেট বিমানে প্রযুক্তিগত ত্রুটির অষ্টম ঘটনা।
স্পাইসজেট ফ্লাইটগুলির সঙ্গে জড়িত প্রযুক্তিগত ত্রুটির সাম্প্রতিক ঘটনাগুলিকে নজরে করে, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বুধবার জোর দিয়েছিলেন, যাত্রীদের নিরাপত্তা সর্বাগ্রে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যাত্রী সুরক্ষায় বাধা সৃষ্টিকারী একটি ছোট ত্রুটিও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অবশ্যই সংশোধন করা হবে। বিমান চলাচল নিয়ন্ত্রকের স্পাইসজেটকে জারি করা নোটিস শেয়ার করে এ কথা বলেন সিন্ধিয়া।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ বলেছে, স্পাইসজেট বিমান বিধিমালা, ১৯৩৭ এর নিয়ম ১৩৪ এবং তফসিল XI এর অধীনে "নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা প্রতিষ্ঠা করতে" ব্যর্থ হয়েছে।
নোটিসে আরও বলা হয়েছে, "ঘটনাগুলির পর্যালোচনা করে অভ্যন্তরীণ নিরাপত্তা তদারকি এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ফলে এমনটা ঘটছে।
Passenger safety is paramount. Even the smallest error hindering safety will be thoroughly investigated & course-corrected. https://t.co/UD1dJb05wS
Ad code goes here— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 6, 2022
সেপ্টেম্বর ২০২১ সালে ডিজিসিএ দ্বারা পরিচালিত আর্থিক মূল্যায়ন থেকে জানা গিয়েছে, স্পাইসজেট এয়ারলাইন নগদ ও বহনে কাজ করছে এবং অনুমোদিত বিক্রেতাদের নিয়মিতভাবে অর্থ প্রদান করছে না। যার ফলে অতিরিক্ত জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে। এর থেকে এটি অনুমান করা যেতে পারে, স্পাইসজেট লিমিটেড একটি নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে বলে নোটিশে যোগ করা হয়।
উল্লেখ্য, ডিজিসিএ এয়ারলাইনকে তিন সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছে। জানা গিয়েছে, গত তিন বছর ধরে লোকসানে চলছে স্পাইসজেট। এটি ২০১৮-১৯, ২০১৯-২০এবং ২০২০-২১ এ যথাক্রমে ৩১৬ কোটি, ৯৩৪ কোটি এবং ৯৯৮কোটি নিট ক্ষতি করেছে।