মহারাষ্ট্রে সঙ্কট যে চরমে তা আরও স্পষ্ট হল বুধবার রাতে। মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। কিন্তু সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। এরপরই শুরু হয় জল্পনা। মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন ঠাকরে, যদিও অফিসিয়ালি কোনও কিছু ঘোষণা করেননি উদ্ধব ঠাকরে। অন্যদিকে, সরকার বাঁচাতে একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেন শরদ পাওয়ার। পাল্টা উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল বিজেপি। শিণ্ডের বিদ্রোহে ভাঙন ধরেছে মহারাষ্ট্রের জোট সরকারে। তবে কি এবার পালাবদলের সম্ভাবনা? শিন্ডের হাতে আসতে চলেছে শিবসেনা?
উত্তর অধরাই। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন 'বর্ষা' থেকে একে-একে বের করে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসপত্র। সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও শিবসেনা সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন না উদ্ধব।
উল্লেখয়, বুধবার বিকেলেই ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে বলেন, "আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমার পদত্যাগপত্র তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনও ছেড়ে দিতে রাজি।" তিনি আরও বলেন, "আমাদের নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দুত্ব। জনগণ আমায় মুখ্যমন্ত্রী বানিয়েছে। অনেক বিধায়ককে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ আসবে যাবে। কিন্তু, মানুষের ভালোবাসা থেকে যাবে। বিগত দু'বছরে আমি জনগণের ভালোবাসা পেয়েছি। আমি ভাগ্যবান। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পদ থেকে নয়, শিবসেনা প্রধান হিসেবেও সরে দাঁড়াতে প্রস্তুত। যে বিধায়করা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সামনে আসুন। আমি পদ থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত।"
সেই মতো বুধবার রাতে ধরা পড়ল সেই চিত্র। এখন মহারাষ্ট্রের ক্ষমতার দড়ি কার হাতে যেতে চলেছে তা সময়ের অপেক্ষা।