২৫ এপ্রিল, ২০২৪

Congress: নেতৃত্বকে চ্যালেঞ্জ, 'সময় দিতে না পারলে জায়গা ছাড়ুন', রাহুলকে বার্তা কংগ্রেস সাংসদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-20 20:54:23   Share:   

রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বের বিরোধিতা করে কংগ্রেস (Congress) ছেড়েছেন প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবি আজাদ। এবার হিমাচল (Himachal Pradesh) প্রদেশে ভোটের আগে ফের একবার রাহুল-প্রিয়াঙ্কাকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সাংসদ। মঙ্গলবার হিমাচল প্রদেশ সভানেত্রী তথা সাংসদ প্রতিভা সিংয়ের অভিযোগ, 'কংগ্রেসের প্রবীণ নেতাদের জন্য সময় নেই রাহুল এবং প্রিয়ঙ্কার। সে কারণেই দলের অন্দরে অসন্তোষ বাড়ছে।'

বছর ঘোরার আগেই পাহাড়ি এই ছোট রাজ্যে বিধানসভা ভোট। তার আগে খোদ কংগ্রেস সাংসদের এই মন্তব্যে কিছুটা ব্যাকফুটে শতাব্দী প্রাচীন দল। এদিকে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই গোয়ার আট কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। কোঙ্কনের উপকূলীয় রাজ্যের সেই 'ঢেউ' হিমাচলে লাগলে সভাপতি নির্বাচনের আগে কংগ্রেসের অন্দরে বড়সড় ধাক্কা খাবে গান্ধী পরিবার।

প্রবীণ এই কংগ্রেস সাংসদের মত, 'দলকে ঐক্যবদ্ধ করতে হলে রাহুলকে নবীন এবং প্রবীণের মেলবন্ধনের কৌশল শিখতে হবে। পাশাপাশি, রাহুলকে দলের জন্য আরও সময় দেওয়ার কথাও ভাবতে হবে। রাহুলজিকেই ঠিক করতে হবে, তিনি দলকে সময় দিতে চান, না জীবনে অন্য কিছু করতে চান। তিনি যদি দলকে সময় দিতে না পারেন, তবে দলে অনেক দক্ষ ও অধ্যবসায়ী নেতা আছেন, সেই জায়গা পূরণের জন্য।'


Follow us on :