এবার চতুর্থবার ইডি দফতরে হাজিরা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি অফিসে ঢোকেন রাহুল গান্ধি।। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত সপ্তাহে সোম থেকে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। সোনিয়া গান্ধির অসুস্থতার কারণে গত চারদিন জেরা থেকে অব্যাহতি চেয়েছিলেন কংগ্রেস সাংসদ।
সূত্রের খবর, এতদিন রাহুল গান্ধিকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হননি ইডি আধিকারিকরা। জানা গেছে সেই কারণেই বারবার তাঁকে তলব করা হচ্ছে ইডি দফতরে।
এদিকে অগ্নিপথের বিরোধিতায় অবস্থান ধরনা শুরু কংগ্রেসের। এদিন দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথ প্রকল্প ছাড়াও রাহুল গান্ধিকে একাধিকবার ইডি তলবের প্রতিবাদে ধরনায় কংগ্রেস নেতারা। ধরনায় উপস্থিত মল্লিকার্জুন খাড়্গে, সলমন খুরশিদের মতো শীর্ষ কংগ্রেস নেতারা।
জানা গেছে, এদিন ইডি দফতরে যাওয়ার আগে সেই ধরনা মঞ্চে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তারপর তিনি পৌঁছন ইডি দফতরে।