২০ এপ্রিল, ২০২৪

DA: মার্চেই কেন্দ্রের আরও একদফা ডিএ ঘোষণা, কত বাড়তে পারে মহার্ঘ ভাতা?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-16 19:31:05   Share:   

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে প্রায় দেড় মাসের বেশি সময় আন্দোলনে (DA Agitation) রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যে পালিত হয়েছে কর্মবিরতি, ধর্মঘট। সুপ্রিম কোর্টে বাংলার ডিএ (DA Row) মামলার ভবিষ্যৎ বিচারাধীন। এই পরিস্থিতিতে চলতি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একপ্রস্থ ডিএ ঘোষণা করবে মোদী সরকার (Modi Government)। অন্তত ৪% হারে ঘোষিত হতে পারে কেন্দ্রীয় ডিএ।

হিসাব অনুযায়ী, এই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে চলতি মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি যেমন হবে, তেমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা তাঁদের পেনশনভোগী স্বজনরাও এই বর্ধিত ডিএ-র সুবিধা পেতে পারেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রীয় সরকার বছরে দু’বার কর্মচারীদের বর্ধিত হারে ডিএ বা মহার্ঘভাতা ঘোষণা করে। প্রথম দফায় জানুয়ারি মাসে এবং দ্বিতীয় দফায় জুলাই মাসে ডিএ ঘোষণা হয়।


Follow us on :