২০ এপ্রিল, ২০২৪

Dhanbad: রাতের অন্ধকারে ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডারে চলছে গবাদি পশু পাচার চক্র!
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-11 10:27:43   Share:   

রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে গবাদি পশু পাচারের চক্র (Cow smuggling ) । ধানবাদের (Dhanbad) ঝাড়খণ্ড (Jharkhand) বেঙ্গল বর্ডারে বড় আকারে চলছে এই পাচার চক্রের খেলা। সূত্রের খবর, পশু পাচারকারীরা এখন ঝাড়খণ্ড থেকে বাংলায় দিনের আলোতেও প্রবেশ করছে।

কন্টেইনার-সদৃশ যানবাহনে পশুদের এমনভাবে বোঝাই করা হয় যাতে কারোর সন্দেহ না হয়। এবং দিনের আলোতে বা রাতের অন্ধকারে যানবাহনগুলি খুব সহজেই ঝাড়খণ্ড-বাংলার সীমান্ত অতিক্রম করে।  একই ভাবে মঙ্গলবার গবাদি পশু বহনকারী একটি পিক আপ ভ্যান রাতের অন্ধকারে বিহার থেকে ঝাড়খণ্ড বর্ডার পার হয়ে ব্যারিকেট ভেঙে বাংলায় ঢুকে পড়ে।

কিছু দিন আগে সিএন-এর খবরের পর এই বর্ডারে ব্যারিকেট লাগিয়ে দিয়েছিল ধানবাদ প্রশাসন। আর আজ, মঙ্গলবার ওই ব্যারিকেট ভেঙে বাংলায় ঢুকে পড়েছে পাচারকারীর গাড়ি।

যদিও এই বর্ডারে কোনও ঝাড়খণ্ড পুলিস থাকে না বলে জানা গিয়েছে। সীমান্ত থেকে কিছু মিটার দূরে বাংলার পুলিস মোতায়েন রয়েছে নিরাপত্তার স্বার্থে।


Follow us on :