২৫ এপ্রিল, ২০২৪

Punjab: জল্পনা সত্যি, বিজেপিতে যোগ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের, পদ্মে মিশলো রাজনৈতিক দলও
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-19 20:14:42   Share:   

জল্পনা সত্যি করেই বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh)। তাঁর রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস মিশে গেল পদ্ম শিবিরের (BJP) সঙ্গে। কংগ্রেস ছাড়ার ১০ মাস পরে জাতীয় রাজনীতির ক্যাপ্টেনের এই যোগদান। সোমবারের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী (union Agriculture Minister) নরেন্দ্র সিংহ তোমর-সহ বিজেপির অন্য কেন্দ্রীয় নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার আগে সোমবার পদ্ম শিবিরের জাতীয় সভাপতি জেপি নড্ডা সঙ্গে দেখা করেন অমরিন্দর সিং।

জানা গিয়েছে, শুধু অমরেন্দ্র নয় তাঁর ছেলে রণেন্দ্রও সোমবার বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু ধোঁয়াশা রয়েছে ক্যাপ্টেনের স্ত্রী তথা পাটিয়ালার কংগ্রেস সাংসদ প্রীণিত কউরকে নিয়ে। এখনও পর্যন্ত তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। তবে অমরিন্দরের দল পঞ্জাব লোক কংগ্রেস জানিয়েছে, আগামী সপ্তাহে চণ্ডীগড়ে দলের অন্য পদাধিকারীরা বিজেপিতে যোগ দেবেন।'

পঞ্জাব বিধানসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেসের কলহের জেরে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছিলেন ক্যাপ্টেন। সে সময় প্রদেশ সভাপতি সিধু বনাম অমরিন্দর সিংয়ের যুযুধান জাতীয় রাজনীতিতে চর্চায় ছিল। গত নভেম্বরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের পঞ্চাব লোক কংগ্রেস গড়ে লড়লেও আপ ঝড়ে খুব একটা সুবিধা করতে পারেননি ক্যাপ্টেন। পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরেন্দ্র তাঁর পুরনো আসনেই হেরেছেন।


Follow us on :