Share this link via
Or copy link
লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি গুজরাতে। জল জমে রেললাইনগুলিতে। যার জেরে বাতিল হয়েছে ট্রেন। সাধারণের পাশাপাশি অসুবিধের মুখে পড়েছিলেন আইআইটি মাদ্রাজের এক ছাত্র। গুজরাতের একতানগর থেকে বডোদরা যাওয়ার ট্রেনের টিকিট কেটেছিলেন সে। ট্রেন বন্ধ থাকায় দু'ঘণ্টার রাস্তা সড়কপথেই যাওয়ার বন্দোবস্ত করে দিল রেল কর্তৃপক্ষ।
বৃষ্টির জেরে ট্রেন বাতিলের ঘটনা নতুন নয়। তবে উল্লেখ্যের বিষয়, ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের গাড়ি করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ঘটনা এ যাবৎকালে ঘটেছে বলে খুব একটা শোনা যায়নি। ট্রেন কর্তৃপক্ষের এমন দায়িত্ববোধের ঘটনার প্রশংসা করেছেন নেটাগরিকরা।
ভারতীয় রেলের এই কর্তব্যের কথা নিজেই ভিডিও করে জানিয়েছেন ওই ছাত্র। ভিডিওতে বলেছেন, মাদ্রাজ আইআইটির এয়ারোস্পেস বিভাগের ছাত্র তিনি। ভারতীয় রেলের একতানগর এবং ভাদোদরা স্টেশনের রেল কর্মীরা তাঁকে গন্তব্য পৌঁছে দিতে সর্বত্রভাবে সাহায্য করেছেন। তাতে তিনি কৃতজ্ঞতা জানান। এমনকি সঙ্গে থাকা ব্যাগগুলিও তাঁকে বইতে হয়নি। একতানগর এবং বডোদরা স্টেশনের কর্মীরাই তা করেছেন। এমনকি রেল তাঁর জন্য যে গাড়িটির ভাড়া করেছিল, সেই গাড়ির চালকও এক রকম চ্যালেঞ্জ নিয়েই তাঁকে বডোদরা স্টেশন থেকে ট্রেন ধরিয়ে দেন।
पश्चिम रेलवे के चाँदोद - एकता नगर रेल खंड के क्षतिग्रस्त होने के कारण रेल यातायात बंद होने से 20920 एकतानगर- एमजीआर चेन्नई सेंट्रल के एकता नगर - वडोदरा के बीच निरस्त होने के कारण इस ट्रेन के एकतानगर से एकमात्र यात्री को कार से वडोदरा पहुँचाया गया @WesternRly @RailMinIndia pic.twitter.com/6kzLaxCYwu
Ad code goes here— DRM Vadodara (@DRMBRCWR) July 13, 2022
উল্লেখ্য, একতানগর থেকে বডোদরায় এবং সেখান থেকে চেন্নাই। এই ছিল ওই ছাত্রের রুট। তিনি নিরাপদে চেন্নাই ফিরে এই ভিডিও শেয়ার করেন টুইটারে।