১৯ এপ্রিল, ২০২৪

Modi Mamata: ডিসেম্বরে আলোচনার টেবিলে বসার সম্ভাবনা মোদী-মমতার, বকেয়া চেয়ে দরবার?
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-19 16:31:24   Share:   

ডিসেম্বরে ফের একবার মোদি-মমতা (Modi Mamata Meet) বৈঠকের সম্ভাবনা। রাজ্যের বকেয়া নিয়ে ফের নরেন্দ্র মোদীর কাছে দরবার করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই নবান্ন সূত্রে খবর। ৫ ডিসেম্বর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের ফাঁকেই মোদী-মমতা বৈঠকের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২৩-এ জি-২০-র (G 20) সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে ভারত। আন্তর্জাতিক নেতাদের এই সমাবেশের সুষ্ঠু আয়োজনের স্বার্থে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকা হয়েছে দিল্লিতে (Delhi Visit)।

৫ ডিসেম্বর এই বৈঠকের পৌরহিত্য করবেন খোদ প্রধানমন্ত্রী। সেই বৈঠক শেষেই একশো দিনের কাজ-সহ একাধিক খাতে বাংলার বকেয়া চেয়ে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা আটকে রেখেছে, এই অভিযোগ নানাভাবে করেছেন খোদ মুখ্যমন্ত্রী। সম্প্রতি গঙ্গা ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছর ফরাক্কায় ব্যারেজ সংলগ্ন এলাকা গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে। চরম সমস্যার মুখে পড়ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার মানুষ। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে প্রধানমন্ত্রীকে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই নবান্ন সূত্রে খবর।


Follow us on :