ব্রেকিং নিউজ
Bomb-found-in-front-of-Punjab-CM-Bhagawant-Mann-house-police-alerted-others
Mann: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির আধ কিমি দূরে বোমা উদ্ধার! তৎপর পুলিস-সেনাবাহিনী

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-03 09:59:52


পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির কাছে বোমা উদ্ধার। ভিভিআইপি জোনে এহেন ঘটনায় তৎপর পুলিস এবং সেনাবাহিনী। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। তবে এই ঘটনার সময় বাড়িতে অনুপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। পুলিস সূত্রে খবর, চণ্ডীগড়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের ৫০০ মিটার দূরে হেলিপ্যাডের কাছে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া গিয়েছিল। সোমবার বিকেলের দিকে এক প্লাম্বার মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ও বাসভবনের কাছে থাকা আমবাগানে ওই বস্তু দেখতে পান। খবর যায় পুলিসে। তাঁরা এসে সেই বস্তুকে বিস্ফোরক বলে সন্দেহ করে বম্ব স্কোয়াডকে খবর পাঠায়। তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে ওই সন্দেহজনক বস্তুকে একটি বোমা বলে চিহ্নিত করে।

এরপরই পুলিসের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড এই ঘটনার তদন্তে। এই বোমা উদ্ধার প্রসঙ্গে চণ্ডীগড়ের নোডাল অফিসার জানান, 'আমরা খবর পাই যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছে। আমরা পরীক্ষা করে দেখি যে, সেটা একটি তাজা বোমা। আমরা উদ্ধার করে তদন্ত শুরু করি। ওই বোমা কী ভাবে ওই জায়গায় এল তা-ও খুঁজে বার করার চেষ্টা চলছে। আমরা বম্ব স্কোয়াডকে দিয়ে পুরো এলাকা ঘিরে তন্নতন্ন করে তল্লাশি করেছি। এখন সেনাবাহিনী পূর্ণাঙ্গ তদন্ত করবে।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন