চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু ও কাশ্মীরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন উপত্যকায়। তাঁর সফরের মাঝেই রক্তাক্ত উপত্যকা। পুলিস সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সাব-ইন্সপেক্টর ফারুক আহমেদ মীরকে তার বাড়ির ভিতরে গুলি করে খুন করেছে জঙ্গিরা । কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে, পুলিস অফিসার গতকাল সন্ধ্যায় তার ধান ক্ষেতে কাজের জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পাম্পোরে ধানক্ষেত থেকেই তার দেহ উদ্ধার হয়।
শুক্রবার মধ্যরাতে সাব-ইন্সপেক্টর ফারুক আহমেদ মীরের উপর পাম্পোর এলাকার সামবুরায় এই হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, মীর সিটিসি লেথপোরায় আইআরপি ২৩তম ব্যাটালিয়নে তিনি ছিলেন।
তবে কি এবার জঙ্গিদের টার্গেট ঊর্দিধারীরা? কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত বলেই সন্দেহ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।