এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের আঁচ দিল্লিতেও। সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা এ রাজ্যের বিজেপি সাংসদদের। গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু-সহ সাতজন সাংসদ। এদিন তাঁরা স্লোগান দেন চোর ধরো, জেল ভরো।
এদিন পার্থ কাণ্ডে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি সাংসদরা। পোস্টার, ব্যানার হাতে নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে জমায়েত হন তাঁরা। শুধু একজন পার্থ চট্টোপাধ্যায় এত বড় দুর্নীতি করতে পারেন না। কাটমানিতে তৃণমূলের সকলে জড়িত। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করলেন সুকান্ত মজুমদার ।
প্রসঙ্গত, গত ২২ জুলাই সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি । তল্লাশি চালানো হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের অভিজাত আবাসনের ফ্ল্যাটেও। সেখান থেকে উদ্ধার হয় ২১ কোটি ৮০ লক্ষ টাকা। পরদিনই ঘণ্টাখানেকের ব্যবধানে পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি।